ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে সেলাই মেশিন বিতরণ উত্তর শ্রীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন -সভাপতি তারা মিয়া, সম্পাদক ফজলুল হক ধর্মপাশায় কনে দেখতে গিয়ে নৌকাডুবি, উকিল ও শিশু কন্যার লাশ উদ্ধার দুর্নীতি ও অপশাসনের কারণে দেশ পিছিয়ে আছে — এডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন সিলেটের পাথর কুয়ারী লুটপাটে জামায়াত জড়িত নয়: প্রমাণের চ্যালেঞ্জ নেতৃবৃন্দের ছাতকে বিদেশি রিভলভার উদ্ধার সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. সারোয়ার আলম তাহিরপুরে ডা. মির্জা রিয়াদ হাসানের স্বেচ্ছাচারিতা ও অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত তাহিরপুরে স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ডাক্তার অপসারণের দাবিতে বিক্ষোভ

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচী প্রত্যাহার

এস এম মিজানুর রহমান :
  • আপডেট সময় : ০১:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 231
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কর্তৃপক্ষের আশ্বাসে অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার সকাল সাড়ে ১০ টায় মেডিকেল কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে আন্দোলন কর্মসূচী প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে তৃতীয় বর্ষের শিক্ষার্থী মৌনতা নাথ মিশি বলেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্লিনিক্যাল ওয়ার্ড ও হাসপাতাল সেবা থেকে বঞ্চিত।

এ নিয়ে কলেজ কর্তৃপক্ষ ও উর্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি তুলে ধরলেও কার্যকর কোন সমাধান মিলেনি। দাবি না মানায় গত ১৫ এপ্রিল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করি।

১৬ এপ্রিল শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ করি। এসময় জেলা প্রশাসক ও কলেজ প্রশাসন স্বাস্থ্য সচিবের সাথে ভার্চুয়াল মিটিং করার ব্যবস্তা করে দিলে আমরা রাস্তা ছেড়ে দেই।

তৃতীয় বর্ষের আরেক শিক্ষার্থী হারুন-অর রশিদ বলেন, আমাদের আন্দোলনের প্রেক্ষিতে আগামি জুন মাসের মধ্যে হাসপাতালের আউটডোরের কাজ শেষ করা হবে এবং অক্টোবরের মধ্যে হাসপাতালের কাজ সম্পুর্ন হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্তৃপক্ষ দ্রুত হাসপাতালে নিয়োগ চালুর বিষয়ে আশ্বস্ত করেছেন।

এবং রবিবার থেকে বাস সার্ভিস চালু হবে। সদর হাসপাতালে শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য উপযুক্ত প্রশিক্ষক নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষ একমত হয়েছেন।

দাবি তুলে শিক্ষার্থীরা বলেন, ১৬ জুনের মধ্যে হাসপাতালের আউটডোর ও মেডিসিন, সার্জারী ও গাইনী এ তিনটি ওয়ার্ড চালু করতে হবে।১৬ ডিসেম্বরের মধ্যে হাসপাতালের কার্যক্রম সম্পুর্ণরুপে চালু করতে হবে।

শিক্ষার্থীরা আন্দোলনের কারন হিসেবে জানান, আমরা জেলা প্রশাসক, স্বাস্থ্যের মহাপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করি। এরপরেও আমাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়ায় গত ২০ তারিখ সড়ক অবরোধ করি।

এদিন আইনশৃঙ্খলা বাহিনী আমাদের উপর লাঠিচার্জ করেন। এ হামলায় ৫৩ জন শিক্ষার্থী আহত হন। আমাদের দাবির নির্ভরযোগ্য প্রতিশ্রুতি না পাওয়ায় ২১ তারিখ থেকে শাটডাউন কর্মসুচী পালন করি। অবশেষে কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিয়েছেন। এবং আমরাও আমাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচী প্রত্যাহার

আপডেট সময় : ০১:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

কর্তৃপক্ষের আশ্বাসে অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার সকাল সাড়ে ১০ টায় মেডিকেল কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে আন্দোলন কর্মসূচী প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে তৃতীয় বর্ষের শিক্ষার্থী মৌনতা নাথ মিশি বলেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্লিনিক্যাল ওয়ার্ড ও হাসপাতাল সেবা থেকে বঞ্চিত।

এ নিয়ে কলেজ কর্তৃপক্ষ ও উর্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি তুলে ধরলেও কার্যকর কোন সমাধান মিলেনি। দাবি না মানায় গত ১৫ এপ্রিল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করি।

১৬ এপ্রিল শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ করি। এসময় জেলা প্রশাসক ও কলেজ প্রশাসন স্বাস্থ্য সচিবের সাথে ভার্চুয়াল মিটিং করার ব্যবস্তা করে দিলে আমরা রাস্তা ছেড়ে দেই।

তৃতীয় বর্ষের আরেক শিক্ষার্থী হারুন-অর রশিদ বলেন, আমাদের আন্দোলনের প্রেক্ষিতে আগামি জুন মাসের মধ্যে হাসপাতালের আউটডোরের কাজ শেষ করা হবে এবং অক্টোবরের মধ্যে হাসপাতালের কাজ সম্পুর্ন হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্তৃপক্ষ দ্রুত হাসপাতালে নিয়োগ চালুর বিষয়ে আশ্বস্ত করেছেন।

এবং রবিবার থেকে বাস সার্ভিস চালু হবে। সদর হাসপাতালে শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য উপযুক্ত প্রশিক্ষক নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষ একমত হয়েছেন।

দাবি তুলে শিক্ষার্থীরা বলেন, ১৬ জুনের মধ্যে হাসপাতালের আউটডোর ও মেডিসিন, সার্জারী ও গাইনী এ তিনটি ওয়ার্ড চালু করতে হবে।১৬ ডিসেম্বরের মধ্যে হাসপাতালের কার্যক্রম সম্পুর্ণরুপে চালু করতে হবে।

শিক্ষার্থীরা আন্দোলনের কারন হিসেবে জানান, আমরা জেলা প্রশাসক, স্বাস্থ্যের মহাপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করি। এরপরেও আমাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়ায় গত ২০ তারিখ সড়ক অবরোধ করি।

এদিন আইনশৃঙ্খলা বাহিনী আমাদের উপর লাঠিচার্জ করেন। এ হামলায় ৫৩ জন শিক্ষার্থী আহত হন। আমাদের দাবির নির্ভরযোগ্য প্রতিশ্রুতি না পাওয়ায় ২১ তারিখ থেকে শাটডাউন কর্মসুচী পালন করি। অবশেষে কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিয়েছেন। এবং আমরাও আমাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছি।