তাহিরপুের বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও

- আপডেট সময় : ০৪:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
কৃষক ধান দিতে গিয়ে হয়রানির শিকার হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে,কোন ধরনের অনিয়ম করা যাবেনা,কৃষক কে মূল্যায়ন করতে হবে।এ বছর কৃষকদের কাছ থেকে বাড়তি দামে ধান কেনা হচ্ছে, যা অতীতে কেউ করেনি বলে মন্তব্য করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম।
২৪ (এপ্রিল) বৃহস্পতিবার সকালে তাহিরপুর উপজেলার সিএসডি খাদ্য গুদাম পরিদর্শন, ও ধান সংগ্রহের কার্যক্রম উদ্ভোদন করেন আবুল হাসেম।
ধান সংগ্রহের শুভ উদ্বোধনের সময় উপস্থিতি ছিলেন উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ মোহাম্মদ সায়েদুল ইসলাম, খাদ্য পরিদর্শক মো: নুরুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম, তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র আহবায়ক কমিটির সদস্য জুনাব আলী, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মেহেদী হাসান উজ্জল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুর উপজেলা সভাপতি আব্দুল আলীম ইমতিয়াজ, সাবেক ছাত্রনেতা সাইদুল কিবরিয়া, সাবেক দ্বিজেন্দ্র বর্মন ডিগ্রী কলেজের ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, তাহিরপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তোজাম্মিল হক নাসরুম, ইউ/পি সদস্য মোঃ শফিকুল ইসলাম, ওয়াশিম পারভেজ প্রমুখ।