সংবাদ শিরোনাম ::
রাজধানীতে ঝটিকা মিছিল: তাহিরপুরের ইউপি চেয়ারম্যান আজাদ হোসেনসহ ১১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:১৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ২১৪ বার পড়া হয়েছে
রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেনসহ (৫২) ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিবির পক্ষ থেকে জানানো হয়, হঠাৎ করে সংঘটিত এসব মিছিলের মাধ্যমে রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টির পেছনে এই ব্যক্তিদের সক্রিয় ভূমিকা ছিল। গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।