নারী কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ

- আপডেট সময় : ০৩:০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ হেফাজতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে নারী সংস্কার কমিশনের কুরআান বিরোধী প্রতিবেদন বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বাদ জুমআ শহরের ট্রাফিক পয়েন্টে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বছীরের সভাপতিত্বে, জেলা সাধারণ সম্পাদক আব্দুল হক আহমদীর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বড়পাড়া নতুন জামে মসজিদের খতিব মাওলানা মোস্তফা কামাল, বড়পাড়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাহিদুল ইসলাম,তেঘরিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আলীনুর,হেফাজতে ইসলাম সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ,অর্থ সম্পাদক মাও রুকন উদ্দিন,জেলা সহ সাধারণ সম্পাদক মাও আক্তার হোসাইন,হেফাজত নেতা রহমতুল্লাহ, দারুল আরকাম মাদরাসার মুহতামিম শায়খ কামরুজ্জামান।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআান বিরোধী প্রতিবেদন বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলাসহ সকল গণহত্যার বিচার,ফিলিস্তিনে ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপিড়ন অবিলম্বে বন্ধ করতে হবে ।
বক্তার আরো বলেন, সকল মামলা অনতিবিলম্বে প্রত্যাহার, এবং সকল হত্যাকান্ডের সুষ্ঠু বিচার করতে হবে।
পরে বিক্ষোভ সমাবেশটি মিছিলের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।