প্রয়াত মো মতিউর রহমান হাসান “পাগল হাসান” এর স্মরণে মরণোত্তর সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

- আপডেট সময় : ১১:২৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সংগীতশিল্পী পাগল হাসানকে পুরো বছরই তাঁর গানে, কথায়, নানা আয়োজনে মনে রেখেছেন তাঁর বন্ধুরা।
তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জের প্রথম মিউজিক্যাল ব্যান্ড ফ্রেন্ডস টার্গেট এর উপদেষ্টামন্ডলীর সদস্য বাংলাদেশের অন্যতম গীতিকার, সুরকার ও জনপ্রিয় সংগীত তারকা প্রয়াত মো মতিউর রহমান হাসান ” পাগল হাসান” এর স্মরণে মরণোত্তর সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে “ফ্রেন্ডন্স টার্গেট ” সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
এসময় পাগল হাসানের অনবদ্য সৃষ্টি, জীবন আমার রেল গাড়ির ইন্জিন, দুই নয়নে দেখলাম কত সুখেরও জোয়াড়, মরার আগে যাইবা মরিয়া, আমি এক পাপিষ্ঠ বান্দা সহ অনেক কালজ্বয়ী গান গেয়ে তার সহকর্মী ও ভক্তরা তাকে স্মরণ করেন। এসময় শহরের সাংস্কৃতিক, সামাজিক ও পাগল হাসানের ভক্ত অনুরাগীরা উপস্থিত ছিলেন।