সুনামগঞ্জ ০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রয়াত মো মতিউর রহমান হাসান “পাগল হাসান” এর স্মরণে মরণোত্তর সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভিসিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সুবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন  শান্তিগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা  সুবিপ্রবিতে সুষ্ঠুভাবে প্রথম ধাপের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কাশ্মীর সীমান্তে গুলাগুলি নারী কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ জামালগঞ্জে সরকারি গুদামে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন বিশ্বম্ভরপুরে চোরাচালান রোধ ও জননিরাপত্তা বিষয়ক আইনশৃঙ্খলা কমিটির সভা তাহিরপুের বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও দোয়ারাবাজারে আশার আলো প্রবাসী সোসাইটির ৪ লক্ষ টাকা অনুদান প্রদান

ভিসিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সুবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ১১:১৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ২১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে নিয়ে গত ২৩ এপ্রিল সুনামগঞ্জ জেলা সদরে বিশ্ববিদ্যালয় স্থাপন বাস্তবায়ন আন্দোলনের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তাদের দেওয়া বক্তব্যকে ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে বক্তব্য প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ৷

 

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৩ টায় শান্তিগঞ্জ বাজার চত্বরে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে সংবাদ সম্মেলনে ভিসিকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান তারা।

 

সুবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. হারুন অর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সুবিপ্রবির প্রক্টর ড. শেখ আব্দুল লতিফ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী সারফুদ্দিন (পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ), ফিন্যান্স ডিরেক্টর হিমায়েত মিয়া, নির্বাহি প্রকৌশলী মিনহাজ উদ্দিন, রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ ও কর্মচারী পংকজ চক্রবর্তী।

 

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এখানে কারো দাসত্ব নয়, চাকরি করতে এসেছি। আমরা সুনামগঞ্জের শিক্ষার প্রসার ঘটাতে এসেছি। এখানে যারা চাকরি করেন সবাই ভালো  অবস্থান থেকে এসেছেন। আমরা এখানে শুধু টাকার জন্য আসিনি৷ আমাদেরও মান সম্মান আছে। গত ২৩ তারিখ একটি সংবাদ সংবাদ সম্মেলনে আমাদের উপাচার্যকে নিয়ে কোন প্রকার তথ্যপ্রমাণ ছাড়া ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও বানোয়াট যে বিবৃতি দেয়া হয়েছে তাতে আমরা অত্যন্ত ব্যথিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আশা করবো যারা এই বিবৃতি দিয়েছেন তারা তা প্রত্যাহার করবেন৷ অন্যথায় আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবো।

 

বক্তারা আরও বলেন, যারা বিশ্ববিদ্যালয়ের ভালো চান না তারাই মিথ্যা অপপ্রচার করে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আটকে দিচ্ছেন৷ বিশ্ববিদ্যালয় কোথায় হবে সেটা নিয়ে আমাদের কোন মাথাব্যথা নেই। আমরা এসেছি চাকরি কর‍তে। তাছাড়া বিশ্ববিদ্যালয় কোন প্রাইমারী স্কুল নয় যে এই গ্রামে হবে না সেই গ্রামে হবে। এটা মুলত সরকারি সিদ্ধান্তের বিষয়। বিশ্ববিদ্যালয় স্থান নির্ধারণের আমরা কেউ না। যারা আমাদের ভিসি মহোদয়কে নিয়ে মিথ্যা অপপ্রচার করছেন আমরা মনে করবো তারা ফ্যাসিবাদের একটা অংশ এবং চলমান বিশ্ববিদ্যালয় কার্যক্রমকে তারা বাঁধাগ্রস্ত করতে চান। সুনামগঞ্জবাসীকে এতে সজাগ ও সচেতন থাকতে হবে।

 

আওয়ামী লীগ কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রীনিবাস করা হয়েছে এবং ছাত্রীরা নিরাপত্তা  হুমকিতে আছে  সংবাদ সম্মেলনে বক্তাদের এমন বক্তব্যের নিন্দা জানিয়ে তারা বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় কার্যক্রম অস্থায়ী কার্যালয়ে চালু হওয়ায় ছাত্রীদের আবাসন ব্যবস্থার স্বার্থে সাবেক মন্ত্রী তাঁর বাসভবন ছেড়ে দিয়েছেন। আমরা সেটাও ভিন্ন জায়গায় স্থানান্তরের জন্য জায়গা খুঁজছি। আর আমাদের ছাত্রীরা কোনো প্রকার নিরাপত্তাহীনতায় ভুগছেন না। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নিরাপত্তায় সব ব্যবস্থা গ্রহণ করেছে। তাছাড়া পাশেই শান্তিগঞ্জ থানা অবস্থিত। কাজেই এসব মিথ্যা তথ্য ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের কাজকে বাধাগ্রস্ত করে জেলাবাসীর ক্ষতি করবেন না।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভিসিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সুবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন 

আপডেট সময় : ১১:১৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

 

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে নিয়ে গত ২৩ এপ্রিল সুনামগঞ্জ জেলা সদরে বিশ্ববিদ্যালয় স্থাপন বাস্তবায়ন আন্দোলনের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তাদের দেওয়া বক্তব্যকে ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে বক্তব্য প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ৷

 

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৩ টায় শান্তিগঞ্জ বাজার চত্বরে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে সংবাদ সম্মেলনে ভিসিকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান তারা।

 

সুবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. হারুন অর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সুবিপ্রবির প্রক্টর ড. শেখ আব্দুল লতিফ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী সারফুদ্দিন (পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ), ফিন্যান্স ডিরেক্টর হিমায়েত মিয়া, নির্বাহি প্রকৌশলী মিনহাজ উদ্দিন, রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ ও কর্মচারী পংকজ চক্রবর্তী।

 

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এখানে কারো দাসত্ব নয়, চাকরি করতে এসেছি। আমরা সুনামগঞ্জের শিক্ষার প্রসার ঘটাতে এসেছি। এখানে যারা চাকরি করেন সবাই ভালো  অবস্থান থেকে এসেছেন। আমরা এখানে শুধু টাকার জন্য আসিনি৷ আমাদেরও মান সম্মান আছে। গত ২৩ তারিখ একটি সংবাদ সংবাদ সম্মেলনে আমাদের উপাচার্যকে নিয়ে কোন প্রকার তথ্যপ্রমাণ ছাড়া ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও বানোয়াট যে বিবৃতি দেয়া হয়েছে তাতে আমরা অত্যন্ত ব্যথিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আশা করবো যারা এই বিবৃতি দিয়েছেন তারা তা প্রত্যাহার করবেন৷ অন্যথায় আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবো।

 

বক্তারা আরও বলেন, যারা বিশ্ববিদ্যালয়ের ভালো চান না তারাই মিথ্যা অপপ্রচার করে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আটকে দিচ্ছেন৷ বিশ্ববিদ্যালয় কোথায় হবে সেটা নিয়ে আমাদের কোন মাথাব্যথা নেই। আমরা এসেছি চাকরি কর‍তে। তাছাড়া বিশ্ববিদ্যালয় কোন প্রাইমারী স্কুল নয় যে এই গ্রামে হবে না সেই গ্রামে হবে। এটা মুলত সরকারি সিদ্ধান্তের বিষয়। বিশ্ববিদ্যালয় স্থান নির্ধারণের আমরা কেউ না। যারা আমাদের ভিসি মহোদয়কে নিয়ে মিথ্যা অপপ্রচার করছেন আমরা মনে করবো তারা ফ্যাসিবাদের একটা অংশ এবং চলমান বিশ্ববিদ্যালয় কার্যক্রমকে তারা বাঁধাগ্রস্ত করতে চান। সুনামগঞ্জবাসীকে এতে সজাগ ও সচেতন থাকতে হবে।

 

আওয়ামী লীগ কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রীনিবাস করা হয়েছে এবং ছাত্রীরা নিরাপত্তা  হুমকিতে আছে  সংবাদ সম্মেলনে বক্তাদের এমন বক্তব্যের নিন্দা জানিয়ে তারা বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় কার্যক্রম অস্থায়ী কার্যালয়ে চালু হওয়ায় ছাত্রীদের আবাসন ব্যবস্থার স্বার্থে সাবেক মন্ত্রী তাঁর বাসভবন ছেড়ে দিয়েছেন। আমরা সেটাও ভিন্ন জায়গায় স্থানান্তরের জন্য জায়গা খুঁজছি। আর আমাদের ছাত্রীরা কোনো প্রকার নিরাপত্তাহীনতায় ভুগছেন না। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নিরাপত্তায় সব ব্যবস্থা গ্রহণ করেছে। তাছাড়া পাশেই শান্তিগঞ্জ থানা অবস্থিত। কাজেই এসব মিথ্যা তথ্য ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের কাজকে বাধাগ্রস্ত করে জেলাবাসীর ক্ষতি করবেন না।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।