সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে সুলফির আঘাতে কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ০৯:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
ধান শুকানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের সুলফির আঘাতে দিরাইয়ে প্রান্ত দাস (২০) নামের এক কৃষক নিহত হয়েছেন। উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী গ্রামে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির খলায় (বাড়ির মাঠে) বৈশাখী ধান শুকানো নিয়ে প্রতিবেশী সাকিল আহমেদের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে সাকিল তার উপর সুলফি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে গুরুতর আহত হন প্রান্ত দাস।
তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক প্রান্ত দাসের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বললেন, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসাপাতাল মর্গে পাঠানো হবে।