ছাতকে বেকারি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

- আপডেট সময় : ০৮:৪৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
ছাতকের বাগদাদ বেকারির কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা, কেক এবং পাউরুটি জব্দ করা হয়েছে।
গত রবিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। এসময় পুলিশ ও আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম বলেন, অভিযান চলাকালে দেখা যায়, বাগদাদ বেকারিতে গামছা কাপড়ে ব্যবহৃত রং খাবারে ব্যবহার এবং অস্বাস্থ্যকর ও খুব নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি করা হচ্ছে। বেকারি কর্মীদের হাতে নেই হ্যান্ড গ্লাভস ও মানা হচ্ছে না কোনও স্বাস্থ্যবিধি। পাশাপাশি মোড়কবিধিও মানা হয়নি।
এ সকল অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সেকশন ৪২ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধ প্রক্রিয়ায় উৎপাদিত কেক এবং পাউরুটি ৮কেজি ৬৪০গ্রাম জব্দ করা হয়েছে। একই সঙ্গে ৭ দিনের মধ্যে কারখানার পরিবেশ উন্নত করার পরামর্শ দেয়া হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।