প্রতিবাদকারী যুবক হাসপাতালে ভর্তি
তাহিরপুরে ইভটিজিংয়ের শিকার ২ মাদরাসা শিক্ষার্থী

- আপডেট সময় : ০২:৩৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / 379
তাহিরপুর উপজেলার বালিজুরী বাজার সংলগ্ন খেয়াঘাটের পশ্চিম পাড়ে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নজরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি হামলার শিকার হয়েছেন। তিনি তাহিরপুর উপজেলার পুরান বারুঙ্কা গ্রামের আব্দুল কাহারের পুত্র।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২৮ (এপ্রিল) সোমবার বিকাল ৪টায় বালিজুরী এইচ.এ. উলুম সিনিয়র আলিম মাদ্রাসার ছাত্রী মাহিয়া বেগম (১৪) ও চাঁদনী বেগম (১৫) মাদ্রাসা শেষে বাড়ি ফেরার পথে বালিজুরি খেয়াঘাটের পশ্চিম পাড়ে পৌঁছালে বালিজুরী নয়হাটির জাহাঙ্গীরের ছেলে তৌসিফ (১৮) ও আলমগীরের ছেলে মারুফ (২০) তাদের পথ আটকে ইভটিজিং শুরু করে। মাহিয়া ও চাঁদনী পুরান বারুংকা গ্রামের মাহমুদ আলীর মেয়ে।
এ সময় পথচারী নজরুল ইসলাম ঘটনাটি দেখে প্রতিবাদ করলে অভিযুক্ত তৌসিফ ও মারুফসহ অজ্ঞাতনামা আরও পাঁচজন মিলে নজরুল ইসলামের উপর এলোপাতাড়ি হামলা চালায়। স্থানীয়রা এগিয়ে এসে আহত নজরুল ইসলামকে উদ্ধার করে গুরুতর অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
বালিজুরী মাদ্রাসার প্রিন্সিপাল হারিস উদ্দিনের আলাপ করে ঘটনার সত্যতা জানা যায়।
এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দিলোয়ার হোসেন জানান এরকম কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।