বিশ্বম্ভরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সভা
- আপডেট সময় : ০৭:৫৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিশ্বম্ভরপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এফ্যারটস ফর রুরাল ডেভেলপমেন্ট (ইরা—ক্রিয়া) প্রকল্প ও উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান।
সভায় সিআরইএ প্রকল্পের প্রজেক্ট অফিসার ওছিউর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান, বাদাঘাট (দ.) ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া, স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. সুমন চন্দ্র বর্মন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. এনামুল হোসেন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ইরা সংস্থা থেকে মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার মো. ফজলুল করিম, প্রজেক্ট ম্যানেজার মো. বদরুজ্জামান রনি।
সভায় কমিটি সক্রিয়করণ, বজ্রপাতের সময় করণীয় ও বর্জনীয়, বন্যা পূর্ববর্তী, চলাকালীন এবং পরবর্তী করণীয়, কৃষকদের বর্তমান ফসল সংগ্রহে সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ পুর্ববর্তী, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা হয়।