ভ্রাম্যমান আদালতের অভিযান
২০০ কেজি পলিথিন জব্দ ও জরিমানা ১০ হাজার টাকা

- আপডেট সময় : ০৭:০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
নিষিদ্ধ পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগ বন্ধের লক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। মঙ্গলবার শান্তুিগঞ্জ উপজেলার পাগলা বাজারে অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয়ের উদ্দেশ্যে মজুুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়। এসময় ঐ দোকান মালিককে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক।
এ সময় বাজারের ক্রেতা ও বিক্রেতাগণকে পলিথিন ব্যবহার, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ও বিতরণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে লিফলেট বিতরণ করা হয়। নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের অভিযান চলমান থাকবে।