১১ বছর উপোস থাকা নিজাম উদ্দিনের খোঁজ নিতে তারেক রহমানের নির্দেশ

- আপডেট সময় : ০২:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / 84
“বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবো না”—এই অঙ্গীকার নিয়ে টানা ১১ বছরের বেশি সময় ধরে ভাত না খাওয়া ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নিজাম উদ্দিন বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার এই দুরবস্থার খবর পৌঁছেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। বিষয়টি জানতে পেরে তিনি নিজাম উদ্দিনের খোঁজখবর নিতে একটি প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।
জানা গেছে, ২০১৪ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে রান্না করা খাবার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মাটিতে ফেলে দিয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে নিজাম উদ্দিন প্রতিজ্ঞা করেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় না এলে তিনি আর ভাত খাবেন না। দীর্ঘদিন পণ ধরে রাখায় এখন তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
বিএনপি মিডিয়া সেল সূত্র জানায়, চিকিৎসকরা তার শরীরে ক্যান্সারের উপসর্গ থাকার সন্দেহ করছেন। কয়েকটি টেস্ট ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, এবং আগামী সাত দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট পাওয়া যাবে।
এদিকে, নিজাম উদ্দিনের সর্বশেষ অবস্থা জানতে আগামীকাল (বুধবার) দুপুর ১২টায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফরিদপুর মেডিকেলে যাবে।