সুনামগঞ্জ ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

৯০টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫ ১২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের সুরমা নদী দিয়ে ট্রলারে করে পাচারের সময় ভারতীয় ৯০টি গরু জব্দ করেছে প্রশাসন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শহরের সাহেববাড়ী ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব গরু আটক করা হয়। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতের মেঘালয় রাজ্য থেকে গরুগুলো দোয়ারাবাজার উপজেলার ভোগলাবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে ভোগলাবাজার গরুর হাটে কিছু স্থানীয় গরুর সঙ্গে ভারতীয় গরুগুলো মিশিয়ে দেওয়া হয়। কাগজপত্রে ‘স্থানীয়’ দেখিয়ে নদীপথে দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের চেষ্টা করা হচ্ছিল গরুগুলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়ের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ৯০টি গরুসহ একটি ট্রলার জব্দ করা হয়।

বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, ভারতীয় গরুর একটি চালান নদীপথে দেশের অভ্যন্তরে পাঠানোর খবর আগে থেকেই ছিল। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক গরুগুলোকে সুনামগঞ্জ ২৮ বিজিবির ক্যাম্পে রাখা হয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তার যাচাইয়ে প্রমাণ মিলেছে যে বেশিরভাগ গরুই ভারতের মেঘালয়ের। আপাতত গরুগুলো স্থানীয়দের জিম্মায় হস্তান্তর করা হবে।

এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরসহ আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৯০টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিব

আপডেট সময় : ০৮:০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

সুনামগঞ্জের সুরমা নদী দিয়ে ট্রলারে করে পাচারের সময় ভারতীয় ৯০টি গরু জব্দ করেছে প্রশাসন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শহরের সাহেববাড়ী ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব গরু আটক করা হয়। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতের মেঘালয় রাজ্য থেকে গরুগুলো দোয়ারাবাজার উপজেলার ভোগলাবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে ভোগলাবাজার গরুর হাটে কিছু স্থানীয় গরুর সঙ্গে ভারতীয় গরুগুলো মিশিয়ে দেওয়া হয়। কাগজপত্রে ‘স্থানীয়’ দেখিয়ে নদীপথে দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের চেষ্টা করা হচ্ছিল গরুগুলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়ের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ৯০টি গরুসহ একটি ট্রলার জব্দ করা হয়।

বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, ভারতীয় গরুর একটি চালান নদীপথে দেশের অভ্যন্তরে পাঠানোর খবর আগে থেকেই ছিল। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক গরুগুলোকে সুনামগঞ্জ ২৮ বিজিবির ক্যাম্পে রাখা হয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তার যাচাইয়ে প্রমাণ মিলেছে যে বেশিরভাগ গরুই ভারতের মেঘালয়ের। আপাতত গরুগুলো স্থানীয়দের জিম্মায় হস্তান্তর করা হবে।

এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরসহ আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।