সুনামগঞ্জ ১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে দুদকের গণশুনানিতে জনস্রোত, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সাধারণ মানুষ বিশ্বম্ভরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অন্যায় আচরণের জবাব চান ভূক্তভোগী বজ্রের আঘাতে নিভল জীবনপ্রদীপ—চেলা নদীতে  ভেসে উঠল শ্রমিকের লাশ রাত যখন গভীর, র‍্যাব তখন জাগ্রত— ৩০৮ বোতলের ফাঁদ উন্মোচন তাহিরপুরে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক কামাল হোসেন এর উপর হামলা মীমাংসিত ইতিহাসের অমীমাংসিত রাজনীতি স্বাধীনতার সঙ্গে বেঈমানি ও আওয়ামী লীগ আলহেরা তাহফিজুল কুরআন বিভাগের অভিভাবক সমাবেশ গ্যারেজে বিদ্যুৎ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, সুনামগঞ্জে এক যুবকের মৃত্যু

দোয়ারাবাজারে বোনকে জখম করেছে ভাই, থানায় মামলা

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দোয়ারাবাজারে ভাই কর্তৃক বোনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ভাইয়ের লোকজন।

শনিবার (২৬ এপ্রিল) উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রুমেনা বেগম (৫৬) শ্রীপুর গ্রামের সফিকুল ইসলাম স্ত্রী।

এঘটনায় আহত রুমেনা বেগম’র স্বামী সফিকুল ইসলাম বাদী হয়ে ঘটনার দিন রাতে দোয়ারাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়,একই গ্রামের বাসিন্দা
মৃত আশিক উল্লাহর পুত্র সানোয়ার আলী (৫৫) ও কন্যা রুমেনা বেগম এর স্বামী সফিকুল ইসলামের বাড়ি পাশাপাশি। এতে বিভিন্ন সময় দুই পরিবারের মাঝে নানান বিষয়াদি নিয়ে ছোট খাটো ঝগড়াঝাঁটি চলে আসছিলো। পূর্ব এসব বিরোধের জেড়ে রুমেনা বেগম’র স্বামী শফিকুল ইসলামকে মারধর ও ফসলাদি নষ্ট করা লক্ষে বিভিন্ন সময়ে সুযোগ খুঁজে থাকে সানোয়ার আলী ও তার পুত্ররা।

গত শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধায় সফিকুল ইসলাম তার আত্মীয় একই গ্রামের মৃত মুক্তার আলী’র পুত্র বাবুল মিয়া’র বাড়ি থেকে পারিবারিক কাজ শেষে রাত ৯ টায় বাড়িতে ফেরার পথে সফিকুল ইসলাম তার বসতঘরের পশ্চিম পাশে তার নিজস্ব ফসলি জমি কচু ক্ষেতের দিকে তাকলে প টাচ লাইটের আলোতে দেখতে পান যে অভিযুক্তরা দ্যা দিয়া কচু ক্ষেতর কচু কেটে নষ্ট করিতেছেন। যার ক্ষতির পরিমান (১ লক্ষ ৫ হাজার টাকা), এতে সফিকুল ইসলাম তার জমির কচু নষ্ট করার কারন জিজ্ঞেস করলে অভিযুক্তরা মারধর ও হত্যা করার হুমকি দিয়ে চলে যান।

এঘটনায় সফিকুল ইসলাম সমাজের ব্যক্তিবর্গের কাছে বিচারপ্রার্থী হলে এবং এ বিষয়টি অভিযুক্তরা জানতে পারায় ক্ষিপ্ত হয়ে মারধর করার সুযোগ খুঁজতে থাকে। এতে ২৬ এপ্রিল (শনিবার) দুপুর সাড়ে ১২ টায় তারা দলবদ্ধ হয়ে সফিকুল ইসলামের বাড়িতে প্রবেশ করে দ্যা,ছুরি ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। ঘুর ভাঙচুর করে একপর্যায়ে সফিকুল ইসলাম কে বসতঘর থেকে বের করে এনে মারধর করে রক্তাক্ত জখম করে। এমতাবস্থায় তার স্ত্রী রুমেনা বেগম দৌড়িয়ে আসলে অভিযুক্তরা দ্যা দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে দায়ের কোপে মাথা কেটে মারাত্মক রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে আরেকটি কোপ দিলে রুমেনা বেগম বাম হাত দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করলে কোপটি তার হাতে লাগে এবং বাম হাতের তর্জুনি আঙুল কেটে পড়ে যায় গুরুতর জখম হয়।

এতে অভিযুক্তরা হলেন, সানোয়ার আলী (৫৫), আব্দুল আহাদের পুত্র আমিনুল ইসলাম (৩২), সৈয়ফুল ইসলাম (২৮), সানোয়ার আলী’র পুত্র রাজন মিয়া (২৭), সেবুল মিয়া’র পুত্র সাকিল মিয়া (১৯), মৃত সমছুল হক’র পুত্র জহুরুল মিয়া (১৯)।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল জলিল বলেন, আমি সরকারি কাজে কয়েকদিন যাবত এলাকার বাহিরে ছিলাম। রাতে এসেছি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দোয়ারাবাজারে বোনকে জখম করেছে ভাই, থানায় মামলা

আপডেট সময় : ০৩:৪৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

দোয়ারাবাজারে ভাই কর্তৃক বোনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ভাইয়ের লোকজন।

শনিবার (২৬ এপ্রিল) উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রুমেনা বেগম (৫৬) শ্রীপুর গ্রামের সফিকুল ইসলাম স্ত্রী।

এঘটনায় আহত রুমেনা বেগম’র স্বামী সফিকুল ইসলাম বাদী হয়ে ঘটনার দিন রাতে দোয়ারাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়,একই গ্রামের বাসিন্দা
মৃত আশিক উল্লাহর পুত্র সানোয়ার আলী (৫৫) ও কন্যা রুমেনা বেগম এর স্বামী সফিকুল ইসলামের বাড়ি পাশাপাশি। এতে বিভিন্ন সময় দুই পরিবারের মাঝে নানান বিষয়াদি নিয়ে ছোট খাটো ঝগড়াঝাঁটি চলে আসছিলো। পূর্ব এসব বিরোধের জেড়ে রুমেনা বেগম’র স্বামী শফিকুল ইসলামকে মারধর ও ফসলাদি নষ্ট করা লক্ষে বিভিন্ন সময়ে সুযোগ খুঁজে থাকে সানোয়ার আলী ও তার পুত্ররা।

গত শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধায় সফিকুল ইসলাম তার আত্মীয় একই গ্রামের মৃত মুক্তার আলী’র পুত্র বাবুল মিয়া’র বাড়ি থেকে পারিবারিক কাজ শেষে রাত ৯ টায় বাড়িতে ফেরার পথে সফিকুল ইসলাম তার বসতঘরের পশ্চিম পাশে তার নিজস্ব ফসলি জমি কচু ক্ষেতের দিকে তাকলে প টাচ লাইটের আলোতে দেখতে পান যে অভিযুক্তরা দ্যা দিয়া কচু ক্ষেতর কচু কেটে নষ্ট করিতেছেন। যার ক্ষতির পরিমান (১ লক্ষ ৫ হাজার টাকা), এতে সফিকুল ইসলাম তার জমির কচু নষ্ট করার কারন জিজ্ঞেস করলে অভিযুক্তরা মারধর ও হত্যা করার হুমকি দিয়ে চলে যান।

এঘটনায় সফিকুল ইসলাম সমাজের ব্যক্তিবর্গের কাছে বিচারপ্রার্থী হলে এবং এ বিষয়টি অভিযুক্তরা জানতে পারায় ক্ষিপ্ত হয়ে মারধর করার সুযোগ খুঁজতে থাকে। এতে ২৬ এপ্রিল (শনিবার) দুপুর সাড়ে ১২ টায় তারা দলবদ্ধ হয়ে সফিকুল ইসলামের বাড়িতে প্রবেশ করে দ্যা,ছুরি ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। ঘুর ভাঙচুর করে একপর্যায়ে সফিকুল ইসলাম কে বসতঘর থেকে বের করে এনে মারধর করে রক্তাক্ত জখম করে। এমতাবস্থায় তার স্ত্রী রুমেনা বেগম দৌড়িয়ে আসলে অভিযুক্তরা দ্যা দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে দায়ের কোপে মাথা কেটে মারাত্মক রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে আরেকটি কোপ দিলে রুমেনা বেগম বাম হাত দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করলে কোপটি তার হাতে লাগে এবং বাম হাতের তর্জুনি আঙুল কেটে পড়ে যায় গুরুতর জখম হয়।

এতে অভিযুক্তরা হলেন, সানোয়ার আলী (৫৫), আব্দুল আহাদের পুত্র আমিনুল ইসলাম (৩২), সৈয়ফুল ইসলাম (২৮), সানোয়ার আলী’র পুত্র রাজন মিয়া (২৭), সেবুল মিয়া’র পুত্র সাকিল মিয়া (১৯), মৃত সমছুল হক’র পুত্র জহুরুল মিয়া (১৯)।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল জলিল বলেন, আমি সরকারি কাজে কয়েকদিন যাবত এলাকার বাহিরে ছিলাম। রাতে এসেছি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।