মধ্যনগরে আগুনে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করেছেন আনিসুল হক

- আপডেট সময় : ০৮:৫৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / 223
মধ্যনগর উপজেলার মহিষখোলা বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় টি দোকান পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে মহিষখোলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় । পরে স্থানীয়দের সহযোগীতায় কলমাকান্দা উপজেলার ফায়ার সার্ভিস ইউনিট দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনেন৷
শনিবার (৩ মে) বিকালে অগ্নিকান্ডের স্থান মহিষখোলা বাজার পরিদর্শন করেন তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর,মধ্যনগর,ধর্মপাশা,জামালগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আনিসুল হক৷
পরিদর্শনকালে আনিসুল হক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর অবশ্যম্ভাবী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে মহেষখোলা বাজারে আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দেখতে ও শান্তনা দিতে স্বশরীরে আজ উপস্থিত হয়েছি। ক্ষতিগ্রস্থদের আর্তনাদ আমার হৃদয় ব্যথিয়ে তুলেছে। মহান আল্লাহ যেন সকলকে পুনরায় ঘুরে দাঁড়ানোর শক্তি ও তৌফিক দান করেন সেই দোয়া রইলো।
এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, কৃষকদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।