শিশুদের মোবাইল আসক্তি লাগাম টেনে ধরা উচিত

- আপডেট সময় : ০৯:২০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
পেশাগত কাজের বাহিরে গত কয়েক বছর ধরে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে শিশুদের ইংরেজি ভাষা শেখা নিয়ে কাজ করছি। শিশুদের ভাষা শেখানো বেশ কঠিন ও উপভোগ্য। তাদের কিছু শেখাতে গেলে গেলে তাদের সাথে মিশে যেতে হয়। মিশে গেলেই ওরা শিখতে ও কথা বলতে উৎসাহিত হয়। আমার শিক্ষার্থীদের বেশিরভাগেই প্রাথমিক ও মাধ্যমিকের।
ইংরেজি ভাষা শেখাতে গিয়ে ওদের কাছ থেকে জানতে চাই ওদের ভালো লাগা, মন্দ লাগা, দৈনন্দিন কার্যক্রম, বিদ্যালয়, পরিবারের কথাসহ তার ব্যক্তিগত জীবন নিয়ে। তাদের নিজেদের সম্পর্কে ইংরেজিতে উত্তর দেয়। ইংরেজিতে কথোপকথন পর্বে তাদেরকে প্রশ্ন করি…
1. What’s your favourite game?
এ প্রশ্নের অনেকরই উত্তর Free fire.
Or My favourite game is mobile game.
আজকে ক্লাসে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে জিজ্ঞেস করেছিলাম
How do you pass your free time?
সে তাৎক্ষণিক উত্তর দিলো
I pass my free time watching mobile phone.
আমি তো অবাক। প্রযুক্তি কি আমাদের শিশুদের গ্রাস করে ফেলেছে? মাঠে খেলাধুলার পরিবর্তে ওরা মোবাইলে Free fire খেলছে। বিষয়টি খুবই উদ্বেগজনক।
কিছুদিন পূর্বে বাসায় সকালে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের একটি ব্যাচ পড়াচ্ছি। ব্যাচের একজন শিক্ষার্থী হঠাৎ বললো স্যার আজ তাড়াতাড়ি ছুটি দিয়ে দেন। আমি বললাম কেন? তার জবাব শুনে আমি হতবাক। সে বললো স্যার গতরাতে আমি তিনটা পর্যন্ত ইন্টারনেটে ছিলাম। ঘুমাতে পারি নাই। এখন ঘুম পাচ্ছে। এই হলো আধুনিক যুগে ডিজিটাল শিক্ষার্থীদের চিত্র। বর্তমান প্রযুক্তির যুগে মোবাইল ফোন প্রয়োজনীয় কিন্তু শিশুদের জন্য কতটুকু প্রয়োজনীয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। মোবাইল আসক্তি থেকে শিশুদের রক্ষা করতে হবে। এই নেশার লাগাম টেনে ধরতে হবে। শিশুদের বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিয়োজিত রেখে তাদের কে যতদূর সম্ভব মোবাইল ফোন থেকে দূরে সরিয়ে রাখতে হবে। অন্যথায় আমাদের সবাইকেই এর মাশুল দিতে হবে।
মো. মশিউর রহমান
সুনামগঞ্জ
৩ এপ্রিল, ২০২৫ খ্রি.