সঙ্গে দুই পুত্রবধূ, ডা. জোবাইদা ও শর্মীলা
সকালেই দেশে ফিরছেন খালেদা জিয়া

- আপডেট সময় : ০৭:৪৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর আজ মঙ্গলবার সকালে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সফরসঙ্গী রয়েছেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মীলা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশত্যাগের দীর্ঘ ১৭ বছর পর এবারই প্রথম দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা করেন খালেদা জিয়া। এসময় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়া কাতার রয়েল অ্যাম্বুলেন্সের এয়ার ক্রাফটে সকাল ১০টায় ঢাকা এয়ারপোর্টে পৌঁছাবেন। আমরা আশা করছি যে, সময়মতোই ঢাকায় পৌঁছাবেন।
এদিকে দলীয় প্রধানকে বরণ করে নিতে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ইতোমধ্যে গুলশানের বাসভবন ‘ফিরোজা’কেও প্রস্তুত করা হয়েছে নতুনরূপে। বিমানবন্দর থেকে গুলশানের প্রবেশ পথে তাকে অভ্যর্থনা জানাতে বিএনপি এবং সহযোগী কোন সংগঠনের নেতাকর্মীরা কোথায় অবস্থান নেবেন, সে দিকনির্দেশনাও দিয়ে দিয়েছে হাইকমান্ড।
খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করে ঢাকা বিমানবন্দর থেকে নিজ বাসভবনে (গুলশান) যাবেন। এ উপলক্ষে ঢাকা এয়ারপোর্ট থেকে গুলশানের বাসভবন পর্যন্ত রাস্তায় তাকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য কিছু বিষয় প্রতিপালনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশান-২ এ অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ সম্পূর্ণ প্রস্তুত করে রাখা হয়েছে। নেতাকর্মীদের হাজারো ভিড়ের মধ্য দিয়ে তাকে বিমানবন্দর থেকে বাসায় পৌঁছানোর সময় অভ্যর্থনা জানানো হবে। তার সঙ্গে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মীলা রহমান ফিরোজায় অবস্থান করবেন। তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ধানমন্ডিতে তার পৈত্রিক বাড়ি মাহবুব ভবনে উঠবেন। সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
খালেদা জিয়ার দেশে ফেরার খবরে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। অভ্যর্থনা জানাতে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। এ নিয়ে গত কয়েক দিনে দফায় দফায় প্রস্তুতি সভাও করা হয়েছে। দলের ঢাকা মহানগর ও অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে যৌথসভা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের কাছে আহ্বান থাকবে, কোনো যানজট সৃষ্টি না করে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে তারা যেন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান। এক হাতে জাতীয় পতাকা আরেক হাতে দলীয় পতাকা নিয়ে আমরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাব। এটাই আমাদের সিদ্ধান্ত।
দৈনিক আমার দেশ