সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের এডিসি হলেন তাহিরপুরের ইউএনও

আব্দুল আলীম ইমতিয়াজ, তাহিরপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ০৫:২৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম’এর পদন্নোতি হয়েছে। তাকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে। ২৯ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলিকৃত কর্মকর্তাকে তার নিজ পদায়িত জেলায় সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পন করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বদলির বিষয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বললেন, তাহিরপুরের ইউএনওকে হবিগঞ্জে বদলি করা হয়েছে। তাহিরপুরে নতুন কাউকে পদায়ন করা হলে, বর্তমান নির্বাহী কর্মকর্তাকে রিলিজ দেওয়া হবে।