আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সুনামগঞ্জে মশাল মিছিল

- আপডেট সময় : ১১:৪৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সুনামগঞ্জে মশাল মিছিল করেছে ছাত্রসমাজ।
শুক্রবার (৯ মে) রাত আটটার দিকে শহরের কোর্ট পয়েন্ট থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দেন এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
এসময় তারা দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে জনগণের বাকস্বাধীনতা হরণ, মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রীয় দমন-পীড়নের মাধ্যমে দেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করা হয়েছে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশবাসী আজ গণতন্ত্র ও ন্যায়বিচার চায়। শেখ হাসিনার দুঃশাসনের বিচার এবং আওয়ামী লীগকে একটি নিষিদ্ধ সংগঠন ঘোষণা করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ওপর জুলুম চালাতে না পারে।
এসময় বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা সায়মন আহমদ, আব্দুল বারী, মিজানুর রহমান মিজান, উসমান গনি, সাকিব আহমদ প্রমুখ।