হৃদয় বণিকের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৮:১৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়ার বাসিন্দা ব্যবসায়ী আল মুবিন এর হত্যাকারী কুখ্যাত সন্ত্রাসী হৃদয় বণিকের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর সুনামগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে মুফতি আব্দুল হক আহমদী’র সভাপতিত্বে ও মো: শামস উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শাহনুর তালুকদার, মো. আসাদুজ্জামান পাবেল, সাজু আহমেদ, তোফায়েল আহমেদ, আব্দুস শহিদ গাজী, ত্বাহা হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, আল মুবিনের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ঘাতক হৃদয় বণিকের ফাঁসির দাবি জানান। তাঁরা বলেন, আল মুবিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যেন দ্রুত এই মামলার কার্যক্রম শেষ করে খুনি হৃদয় বণিকের ফাঁসির রায় কার্যকর করা হয়।