সুনামগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সেমিনার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:২৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
“জ্ঞান- বিজ্ঞানে করবো জয় সেরা হবো বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০) মে দুপুর ১১ ঘটিকায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মো ইলিয়াস মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম প্রমুখ।
এসময় প্রধান অতিথি ড. ইলিয়াস মিয়া বলেন, জ্ঞানের গভীরতা বৃদ্ধির জন্য অধ্যয়নের বিকল্প নেই।
আগামী বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আধুনিক জ্ঞান বিজ্ঞানে নিজেকে গড়ে তুলতে হবে। এজন্য জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় নিজেদের গড়ে তুলতে হবে।
সেমিনার ও আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।