সুনামগঞ্জ শহরে অটো ভাড়া শুরু ১০ টাকা থেকে, অস্বস্তিতে সাধারণ যাত্রীরা

- আপডেট সময় : ১২:২০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ পৌর শহরে অটো গাড়ির নতুন ভাড়া তালিকা প্রকাশের পর সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক অসন্তোষ ও অস্বস্তি।
পৌরসভার অনুমোদিত নতুন চার্ট অনুযায়ী, শহরের বিভিন্ন গন্তব্যে যেতে হলে এখন ভাড়া শুরু হচ্ছে ১০ টাকা থেকে। ফলে যারা স্বল্প দূরত্বে যাতায়াত করেন, তারাও পড়েছেন ভোগান্তিতে।
সুনামগঞ্জ পৌরসভার দেওয়া চার্ট অনুযায়ী, শহরের ১৭টি গন্তব্যের মধ্যে বেশিরভাগ গন্তব্যের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা, তবে কিছু জায়গার জন্য ভাড়া গুনতে হচ্ছে ১৫ থেকে ২০ টাকাও। আধা কিলোমিটার পথ হোক কিংবা একটু বেশি, সর্বনিম্ন ভাড়া ১০ টাকা হওয়ায় গরিব ও মধ্যবিত্ত যাত্রীদের জন্য দিন দিন বাড়ছে চাপ।
এই নিয়ে একজন অটো গাড়ির চালকের সঙ্গে কথা বলেন আমার সুনামগঞ্জ ডটকম-এর একজন প্রতিনিধি। তিনি বলেন, “আমাদের করার কিছু নেই। প্রতিদিন গাড়ির মালিককে ৬০০ টাকা ভাড়া দিতে হয়। এর সঙ্গে অটো চার্জের খরচও আছে। এখন একটা অটো কিনে লাইসেন্স করাতে গেলে তিন লাখ টাকার মতো লাগে।”
তিনি আরও বলেন, “যদি মালিকরা আমাদের দৈনিক আয় দেখে ভাড়া নিতেন, তাহলে আমরাই চাইতাম ৫ টাকার মতো সহনীয় ভাড়া রাখার ব্যবস্থা করতে। কিন্তু নির্দিষ্ট অংকের মালিকানা ভাড়া থাকায় আমাদের কিছু করার থাকে না।”
তিনি জানান, “অনেক সময় গরিব যাত্রীরা ৫ টাকার ভাড়া দিতে চাইলেও দিতে পারছেন না। কিন্তু বাধ্য হয়েই আমাদের ১০ টাকা বা তার বেশি নিতে হয়। আমাদেরও তো সংসার চলে এ টাকা দিয়েই।”
অন্যদিকে যাত্রীরা বলছেন, “হঠাৎ করে ৫ টাকার ভাড়া তুলে দিয়ে ন্যূনতম ১০ টাকা বাধ্যতামূলক করা হয়েছে। এতে শহরের সাধারণ মানুষ প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে।” অনেক যাত্রী চালকদের সঙ্গে তর্কে জড়ান। তখন চালকেরা নতুন চার্ট দেখিয়ে বলেন, “এখন ৫ টাকার ভাড়া নেই, গাড়িতে উঠলেই ১০ টাকা বা তার বেশি দিতে হবে।”
সাধারণ মানুষের দাবি, স্বল্প দূরত্বের জন্য কম ভাড়া নির্ধারণ না করলে সমস্যার সমাধান হবে না। তারা কর্তৃপক্ষের কাছে পুনরায় ভাড়া পর্যালোচনার আহ্বান জানিয়েছেন।