দোয়ারাবাজারে আওয়ামী লীগ, ছাত্রলীগের তৎপরতা

- আপডেট সময় : ১০:৪৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ৫০৫ বার পড়া হয়েছে
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সদস্য সচিব পদপ্রার্থী মোঃ সুরমান হোসেনকে অতিথি করে অনুষ্ঠান করায় এলাকায় মিশ্র পতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক সংগঠনের ব্যানারে দলীয় কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বুধবার (১৪ মে) উপজেলার স্থানীয় নরসিংপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আওয়ামীলীগের কিছু নেতাকর্মী সম্প্রতি আশার আলো নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠিত করেছে। এই সংগঠনের উদ্যোগে বুধবার সকালে স্থানীয় নরসিংপুর বাজারে সংগঠনটির অফিসে এলাকার নিম্ন আয়ের দুুটি পরিবারকে অর্থসহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (একাংশ-মানিক গ্রুপ) হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের সদস্য সচিব পদপ্রার্থী মোঃ সুরমান হোসেন প্রমুখ।
আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গয়াস, আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান সেলিম, ইশ্রাব আলী’র পরিচালনায় এই সংগঠন পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের অতিথি করায় এলাকাজুড়ে নানান সমালোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় একাধিক বাসিন্দা বলেছেন মূলত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সামাজিকভাবে আশ্রয় দিতে আশার আলো নামে এই সংগঠনটি কাজ করছে। জুলাই-আগস্টে ছাত্রজনতাকে হত্যার দায়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনকে সম্প্রতি নিষিদ্ধ করেছে সরকার। নিষিদ্ধ করেছে তাদের সামাজিক অবস্থান ও কর্মসূচী। কিন্তু এর পর থেকে নরসিংপুর ইউনিয়নে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘা ঝাড়া দিয়ে উঠতে দেখা গেছে। বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে তারা এলাকায় অবস্থান তৈরি করছে। বিষয়টি খুবই দুঃখজনক।
এবিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল হক জানান, এ বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই। প্রমাণ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।