ভ্রমণ
ঘুরে আসুন নীলাদ্রি

- আপডেট সময় : ০৭:১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
নীল রঙে রূপায়িত এক জায়গার নাম নীলাদ্রি। মেঘ পাহাড় আর নীলের রঙে হারিয়ে যাওয়া এক নীলাভ প্রকৃতি। দেখে মনে হয় যেন স্বর্গীয় সৌন্দর্যে ভরা এক টুকরো কাশ্মীর।
চুনাপাথরের পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক আর ছোট ছোট সবুজ ঘাসে আবৃত টিলা মুহুর্তেই মনকে আন্দোলিত করে। লেকের মোহনীয় সৌন্দর্যের কাছে নিজেকে বিলিয়ে দিতে মন চায়।
নিলাদ্রী লেকের স্বচ্ছ টলটলে পানি আর মেঘালয় পাহাড়ের নীলচে প্রতিচ্ছবি পর্যটকদের হারিয়ে নিয়ে যায় অন্য এক রাজ্যে।
মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীর বিক্রম সিরাজুল ইসলামের নামে নামকরণ করা হয় শহীদ সিরাজ লেক। কিন্তু পর্যটকরা সৌন্দর্যের প্রতি বিমোহিত হয়ে এটার নাম দেন নীলাদ্রি লেক।
লেকটি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যকেরঘাটে মেঘালয়ের কুল ঘেষে অবস্থিত।
শহীদ সিরাজ লেকে যাওয়ার পথটিও অসাধারণ!
সুনামগঞ্জ জেলা শহরের সুরমা ব্রীজ থেকে মাইক্রো, সিএনজি,বা মোটরযোগে তাহিরপুর সদরে। এখানে আসলেই সারি সারি সজ্জিত হাউসবোট বা ছোট নৌকায় করে মাটিয়াইন হাওরের বুক ছিড়ে টেকেরঘাটে নিয়ে পৌছাবে।
লেকের পাশেই তারা ভরা জোসনা রাত উদযাপন, ক্যাম্পিং, সহ পাহাড়ী সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
লেকের পাশেই মিটিমিটি আলোর ফুয়ারা নিয়ে ছোট ছোট টংয়ে চা আড্ডায় ভীড় জমান দুর দুরান্ত থেকে আসা পর্যটকরা।
আপনিও আসতে পারেন কোন এক তারাভরা জোছনা রাতে পরিবার পরিজন নিয়ে নীলাদ্রির নীল উপভোগ করতে।