কর্মহীন শ্রমিকদের হাহাকার: যাদুকাটা নদী খুলে দেওয়ার আহ্বান

- আপডেট সময় : ০২:৫৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ১৮৪ বার পড়া হয়েছে
তাহিরপুরের যাদুকাটা নদীতে বালু উত্তোলন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন নদী পাড়ের হাজারো শ্রমিক। জীবিকার তাগিদে তারা দ্রুত নদী খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
রবিবার (তারিখ) দুপুরে যাদুকাটা নদীর দুই পাড়ে বসবাসকারী খেটে খাওয়া শ্রমিকদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে যাদুকাটা শ্রমিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুল সাহিদ এবং সাধারণ সম্পাদক মো. হাকিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বালু উত্তোলন বন্ধ থাকায় যাদুকাটা নদী তীরবর্তী শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। কর্মসংস্থানের কোনো বিকল্প সুযোগ না থাকায় অনেকেই চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। ফলে এলাকায় বেড়েছে চুরি-ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড।
তারা দ্রুত যাদুকাটা নদী খুলে দিয়ে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।