রাত যখন গভীর, র্যাব তখন জাগ্রত— ৩০৮ বোতলের ফাঁদ উন্মোচন

- আপডেট সময় : ০৩:১৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
অন্ধকার যখন ঘন হতে থাকে, তখনই আলোর মতো ঝলসে ওঠে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। ঠিক তেমনি, গভীর রাতের নিস্তব্ধতায় মাদকের করাল ছায়া সরাতে সক্রিয় হলো র্যাব-৯।
এক রাতেই পরিচালিত তিনটি পৃথক অভিযানে ৩০৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বাহিনীটি।
শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে সুনামগঞ্জ জেলার সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি চৌকস দল।
এ সময় ৭৪ বোতল বিদেশি মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সদর উপজেলার হবিপুর গ্রামের মৃত শুকুর আলীর পুত্র ওমর আলী (৫১) ও দোয়ারাবাজার উপজেলার রামপুর গ্রামের মৃত সুনু তালুকদারের পুত্র শাহজাহান তালুকদার (৪৪)।
রবিবার ভোর ৪টা ১৫ মিনিটে একই বাহিনী দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের তিলুরাকান্দি এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে।
তবে এ যাত্রায় র্যাবের উপস্থিতি টের পেয়ে চতুর দুই মাদক চোরাকারবারি ২৩৪ বোতল বিদেশি মদ ফেলে রেখে পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে সুনামগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।