কুরবাননগর ইউনিয়ন জামায়াতের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / 161
সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে একটি জনশক্তি সমাবেশ আজ শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুরবান নগর ইউনিয়ন জামায়াতের আমীর হাফিজ মাওলানা আবু বকর এবং পরিচালনা করেন সাহেদ আলি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট শামস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ আলী এবং সহ-সেক্রেটারি আব্দুল হাকিম খান।
বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামপন্থীদের সংগঠিত হওয়া সময়ের দাবি। তারা বলেন, একটি আদর্শ সমাজ গঠনে জনশক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা সকলকে সাংগঠনিক দায়িত্ব পালনে সচেষ্ট থাকার আহ্বান জানান।
সমাবেশে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক জনশক্তি উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে আগতদের মধ্যে সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করা হয় এবং আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করা হয়।