সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ পৌর জামায়াতের দিনব্যাপী কর্মী ওয়ার্কশপ অনুষ্ঠিত

এস এম ফয়সাল
- আপডেট সময় : ১১:২৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / 116
সুনামগঞ্জ পৌর জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত কর্মী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০ টা থেকে স্থানীয় ইসলামিক সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত ওয়ার্কশপ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টায় শেষ হয়।
পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মোঃ মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ শামস উদদীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মুহাম্মদ শিশির মনির, জেলা সেক্রেটারী অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ, জেলা এসিস্টেন্ট সেক্রেটারী এডভোকেট মোঃ নুরুল আলম, তারবিয়াত সেক্রেটারী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
ওয়ার্কশপে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুক, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মোঃ লুৎফুর রহমান প্রমুখ।