গাজায় ২৪ ঘন্টায় প্রান হারাল ৭৬ জন

- আপডেট সময় : ০১:০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
গাজার উত্তরাঞ্চলে ইসরাইলি বাহিনীর টানা বিমান হামলায় মাত্র ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭৬ জন ফিলিস্তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চালানো এই হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাবালিয়া শরণার্থী শিবির। নিহতদের মধ্যে ৫০ জনই এ শিবিরের বাসিন্দা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় আরও অন্তত ১৮৫ জন আহত হয়েছেন। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। উদ্ধারকাজ এখনো চলছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল। সেই থেকে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৫৩ হাজার ৮২২ জন এবং আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৮২ জনের বেশি। নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।
মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন মধ্যস্থতাকারী দেশের চাপে ইসরাইল গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে ১৮ মার্চ ফের শুরু হয় দ্বিতীয় দফার হামলা। এর পর থেকে আড়াই মাসে আরও ৩ হাজার ৬৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।
হামাসের হাতে থাকা ২৫১ জন জিম্মির মধ্যে এখনও ৩৫ জন জীবিত বলে ধারণা করছে ইসরাইল। তাদের উদ্ধারে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে আইডিএফ।
এদিকে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গাজায় চলমান গণহত্যা বন্ধে বারবার আহ্বান জানালেও, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাস সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত গাজায় অভিযান চলবে