তাহিরপুরে গোপন অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

- আপডেট সময় : ০৭:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশের বাদাঘাট তদন্ত কেন্দ্রের একটি টিম। শুক্রবার (২৩ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার শিমুলতলা গ্রামে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন—উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের ফারুক মিয়া (৩৬), শিমুলতলা গ্রামের রানা মিয়া (২১) এবং পার্শ্ববর্তী কামড়াবন্দ গ্রামের সারোয়ার মিয়া (১৯)।
পুলিশ জানায়, মধ্যরাতে শিমুলতলা গ্রামের শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে ১৭ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। তবে অভিযানের সময় বাড়ির মালিক শাহজাহান পালিয়ে যায়।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং পলাতক শাহজাহানকে প্রধান আসামি করে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।