বিএনপি ও জামায়াতকে বৈঠকে ডাকলেন প্রধান উপদেষ্টা

- আপডেট সময় : ১২:৫৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
দেশের ক্রমবর্ধমান রাজনৈতিক সংকটের মধ্যে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে পৃথক বৈঠকের উদ্যোগ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৪ মে) সন্ধ্যায় এই বৈঠকগুলো অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা ৭টায় বিএনপির সঙ্গে এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকের উদ্দেশ্য, চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে সরাসরি আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা।
এর আগে শনিবার সকালে একনেকের নিয়মিত বৈঠক শেষে উপদেষ্টা পরিষদ নিজস্ব বৈঠকে বসবে। বিএনপিরর দাবি তারা বেশ কিছুদিন যাবত প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের চেষ্টা করছেন। স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, ১৯ মে থেকে হাই কমান্ডে সাক্ষাতের জন্য চেষ্টার পরও তারা কোনো সাড়া পাননি। তিনি অভিযোগ করেন, সরকারের ভেতরে কিছু উচ্চাভিলাষী এবং আওয়ামী প্রভাবশালী গোষ্ঠী বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছে।
এদিকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বৃহস্পতিবার এক জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায় সর্বদলীয় বৈঠক আয়োজনের জন্য।
একইদিন সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাকে স্মরণ করিয়ে দেন জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং দেশের মানুষের আস্থা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা।