মধ্যনগর থানার ওসি সজীব রিলিজ

- আপডেট সময় : ১২:২৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / 543
জেলার মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমানকে জনস্বার্থে ময়মনসিংহ রেঞ্জে বদলি করা হয়েছে। শুক্রবার (২৩ মে) রাতে পুলিশ সদর দপ্তরের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৪ মে তারিখে ওসি সজীব রহমানকে সিলেট রেঞ্জ থেকে ময়মনসিংহ রেঞ্জে বদলি করা হয়। তবে তাকে বদলিকৃত হিসেবে নয়, বরং স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর সুনামগঞ্জ থেকে প্রত্যাহারকৃত তৎকালীন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান—বর্তমানে যিনি পুলিশ সদর দপ্তরে সংযুক্ত—ঘুষ ও বদলি বাণিজ্যের অভিযোগের ভিত্তিতে ওসি সজীব রহমানকে মধ্যনগর থানায় পদায়ন করেন।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি সীমান্ত সড়ক ও নৌপথে চাঁদাবাজি, মাদক ও বিভিন্ন চোরাচালান সংশ্লিষ্ট অপরাধীদের মদদ দিয়েছেন। এছাড়া মামলা ও গ্রেপ্তারের নামে সাধারণ মানুষকে হয়রানি, ঘুষ গ্রহণ, জলমহাল দখলে গোপন সহায়তা, ও বিভিন্ন দুর্নীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব অভিযোগের বিস্তারিত বিবরণ উঠে আসে, যা পুলিশ সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে।
সূত্র জানিয়েছে, ওসি সজীব রহমানকে আপাতত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে। তাকে এখনও পুলিশের অন্য কোনো ইউনিটে পদায়ন করা হয়নি।
সুনামগঞ্জ পুলিশ কার্যালয় থেকে শনিবার (২৪ মে) মধ্যে ছাড়পত্র গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র গ্রহণ না করলে রবিবার (২৫ মে) থেকে তাকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে ওসি সজীব রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, তিনি আদেশ সম্পর্কে অবগত।