সুনামগঞ্জ জেলা স্কাউটস’র গবেষণা ও মূল্যায়ন ওয়ার্কসপ

- আপডেট সময় : ০২:৫৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলার গবেষণা ও মূল্যায়ন বিষয়ক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় জেলা স্কাউট মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত ওয়ার্কসপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
জেলা স্কাউট কমিশনার কানন বন্ধু রায়’র সভাপতিত্বে ও সম্পাদক শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় ওয়ার্কসপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামান।
সিলেট আঞ্চলিক স্কাউটের উপপরিচালক মোঃ শামীমুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক স্কাউটের সহকারী কমিশনার (প্রশিক্ষণ) নির্মল চন্দ্র শর্মা, সহকারী আঞ্চলিক পরিচালক (গবেষণা ও মূল্যায়ন) মোহাম্মদ জাহির মিয়া তালুকদার, জাতীয় সদর দপ্তরের রিসোর্স পার্সন মুহাম্মদ ওয়াহিদুন্নবী বিপ্লব, মোঃ শাহাদাত।
উপস্থিত ছিলেন জেলা স্কাউট লিডার বিপ্লব কেতন চ্যাটার্জী, জেলা কাব স্কাউট লিডার রাছমিন বেগম চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা সম্পাদক বুরহান উদ্দিন, স্কাউট লিডার মোঃ সুহেল আলম প্রমুখ।
ওয়ার্কসপে বিভিন্ন উপজেলা স্কাউটস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।