সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে ৪০ বস্তা পলিথিন জব্দ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ০৮:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে পলিথিন বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে ৪০ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউর রহমান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ পৌরসভার সোমপাড়া এলাকার মো. টুটুল মিয়ার বাড়ি অভিযান শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযানে ৪০ বস্তা অবৈধ পলিথিন জব্দ এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। টুটুল মিয়া দীর্ঘদিন ধরে অবৈধ পলিথিনের ব্যবসা করে আসছিলেন।
ম্যাজিস্ট্রেট রবিউর রহমান জানান, ৪০ বস্তা পলিথিনে প্রায় ১৭ মন হবে যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। টুটুল মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।