ঈদুল আজহা উপলক্ষে শান্তিগঞ্জে ভিজিএফ এর চাল বিতরণ

- আপডেট সময় : ১০:২২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- / 221
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শান্তিগঞ্জ এর পাথারিয়া ইউনিয়ন এর ১১৪১ জন হতদরিদ্র মানুষের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ সম্পন্ন হয়েছে।
বিশ্ব মুসলিম এর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ উপলক্ষে হত-দরিদ্র দিনমজুর, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা দেওয়ার লক্ষে সরকার কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফ এর চাল সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম শারীরিক অসুস্থ থাকায় তিনির পরিবর্তে ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ ইলিয়াছ মিয়ার তত্বাবধানে বুধবার(৪ জুন)সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের কার্যালয় প্রাঙ্গণে অত্র ইউনিয়নের হত-দরিদ্র, দিন মজুর মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল করে ১১শত ৪১ জনের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন ট্যাগ ও উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মাসুূদ সরকার, পাথারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য লিটন তালুকদার,মহিলা সদস্য হাওয়ারুন নেছা, মোছাঃ রাহেলা বেগম কাম কম্পিউটার অপারেটর সজীব দাস, গ্রাম পুলিশ বৃন্দ সহ সুবিধাভোগী জনসাধারণ।পাথারিয়া ইউপি সদস্য ইলিয়াছ মিয়া বলেন ‘আসন্ন ঈদকে সামনে রেখে সরকারের এ খাদ্য সহায়তা দরিদ্র ও অসহায় পরিবারের জন্য অনেক সহায়ক হবে। আমরা প্রকৃত দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝেই ভিজিএফ চাল বিতরণ করেছি।’