সুনামগঞ্জের মাইজবাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু, তদন্তে ডিবি পুলিশ

- আপডেট সময় : ০৮:০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / 368
সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি কুরবান নগর ইউনিয়নের গোধারগাঁও গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তার মরদেহ শনিবার সকালে পূর্বপাড়ার হাজীবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে বদিপুর গ্রামের ইকবাল মিয়ার বাড়িতে এক ব্যক্তি টিন কেটে ঢোকার চেষ্টা করলে, ইকবাল মিয়া দা দিয়ে তার হাতে আঘাত করেন। ইকবাল মিয়া দাবি করেন, তিনি আতঙ্কিত হয়ে আত্মরক্ষার্থে ওই আঘাত করেন। ঘটনাস্থলে তার দুই প্রতিবেশীও উপস্থিত ছিলেন বলে জানান তিনি, যারা একই বক্তব্য দিয়েছেন।
তবে পুলিশ জানিয়েছে, ওই আঘাতেই যুবকটি মারা গেছেন কি না—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ইকবাল মিয়াসহ তার পরিবারের সদস্যদের এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,
“এটি আত্মরক্ষার সময় দেওয়া আঘাতে মৃত্যু, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে—তা আমরা তদন্ত করে দেখছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
ঘটনাটি নিয়ে মাইজবাড়ি ও আশপাশের এলাকায় আতঙ্ক ও নানা আলোচনা সৃষ্টি হয়েছে।