তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

- আপডেট সময় : ০৮:১০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- / 120
তাহিরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি রেজিস্ট্রেশনবিহীন পুরাতন প্লাটিনা মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ জুন ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর এলাকার রাইফেলস স্কয়ারের পাশবর্তী সুনামগঞ্জ-তাহিরপুর সড়কে এ অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালনা করেন তাহিরপুর থানার এসআই শরীফুল ইসলাম, এএসআই রাজু কুমার বিশ্বাস এবং মোবাইল-১ টিমের কনস্টেবল উদয় চন্দ্র সরকার ও হোসেন আহমদ।
আটককৃতরা হলেন—
তোফায়েল আহমদ (২৮), পিতা- মনু মিয়া, মাতা- নেহারা বেগম, গ্রাম- কাউকান্দি, বড়দল দক্ষিণ ইউনিয়ন;
ও মো. আজহারুল মিয়া (২৬), পিতা- ছিদ্দিক মিয়া, মাতা- শাহানা বেগম, গ্রাম- উজান তাহিরপুর, তাহিরপুর সদর ইউনিয়ন।
পুলিশ সূত্রে জানা যায়, তাদের দেহ তল্লাশি ও ব্যবহৃত মোটরসাইকেল থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাহিরপুর থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।