৫ কোটি টাকার ভারতীয় পণ্য আটক

- আপডেট সময় : ০৩:৩৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / 341
একটি টিনশেড গোডাউনে বিশেষ টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বিজিবি।
রবিবার (৩০ জুন) ভোররাতে রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪,২৮৬ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস লেহেঙ্গা, ৪,৯৯২ পিস কসমেটিক্স ও ২০,১২০ পিস চকলেট জব্দ করা হয়। আটককৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫৪ লাখ টাকা।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং বিজিডি’র সহকারী পরিচালক রফিকুল ইসলাম। অভিযানে বিজিবির ১৬ সদস্যসহ মোট ২০ জন অংশ নেন।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, চলতি মাসে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক মোট ১৪ কোটি ৮৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে।