সংবাদ শিরোনাম ::
মহাসমাবেশ বাস্তবায়নে পৌর জামায়াতের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৬:২১:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / 98

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;
১৯ জুলাই জাতীয় মহাসমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মহাসমাবেশকে কেন্দ্র করে প্রস্তুতি সভা করেছে সুনামগঞ্জ পৌর জামায়াত।
রবিবার বিকালে স্থানীয় ইসলামিক সেন্টার মিলনায়তনে পৌর আমীর আব্দুস সাত্তার মোঃ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ।
পৌর সেক্রেটারি মাওলানা মোঃ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নায়েবে আমীর মাওলানা আজিজুল হক মাসুক, সুনামগঞ্জ শহর শাখা শিবিরের সভা, সুনামগঞ্জ সরকারি কলেজ শিবিরের সভাপতি সুমেল আহমদ, স্কুল বিভাগের পরিচালক সাঈদ আহমদ প্রমুখ।
সভায় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ধন্যবাদ