শনিবার সুনামগঞ্জ ও দিরাইয়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

- আপডেট সময় : ০৯:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / 939
আগামী শনিবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুনামগঞ্জ জেলা শহর ও দিরাই উপজেলাসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন এই অঞ্চলে আট ঘণ্টার এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে গুরুত্বপূর্ণ গ্রিড উন্নয়ন কাজের কারণে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডার ও ৩৩ কেভি দিরাই ফিডারের এক্সটেনশন কাজের জন্য ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাস (পিডিবি অংশ) সম্পূর্ণভাবে শাটডাউন রাখতে হবে। ফলে নির্ধারিত সময়জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে জেলার অধিকাংশ এলাকায়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, নাগরিকদের উন্নত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এই উন্নয়ন কাজ পরিচালনা করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।