সুনামগঞ্জে পাসের হার ৬৭.৮৯%, জিপিএ-৫ পেয়েছে ৪১৮ শিক্ষার্থী

- আপডেট সময় : ০৫:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / 72
সুনামগঞ্জ জেলায় ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৮৯ শতাংশ। জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের মোট ২১ হাজার ৪২০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১৪ হাজার ৫৪১ জন এবং অকৃতকার্য হয়েছে ৬ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থী।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের পরীক্ষায় মোট ৪১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা জেলার শিক্ষা অঙ্গনে ইতিবাচক অগ্রগতির বার্তা বহন করছে।
জেলার বিভিন্ন উপজেলার ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, শহরাঞ্চলের তুলনায় কিছু গ্রামীণ অঞ্চলে ফলাফল তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। তবে সামগ্রিকভাবে পাসের হার ও মেধা তালিকায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বাড়ায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জের জেলা প্রশাসক এক বিবৃতিতে বলেন, “শিক্ষার্থীদের এই সফলতা শুধু তাদের একক অর্জন নয়, বরং শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আগামীতে জেলার শিক্ষা ব্যবস্থায় আরও গুণগত পরিবর্তন আনতে কাজ করে যাবে জেলা প্রশাসন।”