ছাত্রশিবিরের উদ্দ্যোগে জুলাই আন্দোলনের প্রামাণ্যচিত্র প্রদর্শন

- আপডেট সময় : ১১:৫৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 64
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক জুলাই আন্দোলন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র পৌর বিপণির সামনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রামাণ্যচিত্রটিতে জুলাই আন্দোলনের সূচনা থেকে শেষ পর্যন্ত সকল গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ, ও তৎকালীন ছাত্রদের সংগ্রামের চিত্র তুলে ধরা হয়। পথচারীরা আগ্রহভরে থমকে দাঁড়িয়ে মনোযোগ সহকারে ডকুমেন্টারিটি উপভোগ করেন। অনেকের চোখে তখন আবেগের ছোঁয়া স্পষ্ট ছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন, জেলা সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম, জেলা অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা এইচআরডি সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা, জেলা প্রকাশনা সম্পাদক রাকাব আহমদ শিশির, জেলা মাদরাসা সম্পাদক সুলতান আহমদ, সাবেক জেলা ছাত্র অধিকার সম্পাদক ইয়াকুব আলীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে আন্দোলনের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।