তাহিরপুরে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মসূচি পালিত

- আপডেট সময় : ০৫:০১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 98
তাহিরপুর উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি”, যেখানে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে নানা কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসার, সুনামগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব শরীফ উদ্দিন, নিরাপদ খাদ্য অফিসার, সুনামগঞ্জ এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনির হোসেন, সহকারী বিদ্যালয় পরিদর্শক, জেলা শিক্ষা অফিস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ মোদাচ্ছির আলম, প্রধান শিক্ষক, জনতা উচ্চ বিদ্যালয়।
কর্মসূচির আলোচনায় বক্তারা নিরাপদ খাদ্য গ্রহণ, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং পুষ্টিকর খাদ্য নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খাবার সম্পর্কে সচেতনতা শুরু হতে হবে পরিবার ও বিদ্যালয় থেকেই।
অনুষ্ঠান শেষে “লেইচ প্রকল্প” এর আওতায় একটি ফলজ ও একটি কাঠ জাতীয় গাছ রোপণ করেন জেলা শিক্ষা কর্মকর্তা জনাব জাহাঙ্গীর আলম। পরিবেশ ও খাদ্য নিরাপত্তার যৌথ বার্তা তুলে ধরতেই এই প্রতীকী বৃক্ষরোপণ করা হয়।
সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় নিরাপদ খাদ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা, যেখানে বিজয়ী পাঁচজন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।