এনসিপির উপর আওয়ামী হামলার প্রতিবাদে সুনামগঞ্জে জামায়াতের মিছিল-সমাবেশ

- আপডেট সময় : ০৭:৪৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / 84
গোপালগঞ্জে এনসিপির প্রোগ্রামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে সুনামগঞ্জ পৌর ও সদর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। সুনামগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ আলীর সঞ্চালনায় ও পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মোঃ মামুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা আমীর ও সুনামগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাও. তোফায়েল আহমদ খাঁন, ইসলামি ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন।
এসময় জেলা নায়েবে আমীর ও জামায়াত মনোনীত সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মুহাম্মদ শামস্উদদীন, জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মোঃ নূরুল আলম, অফিস সেক্রেটারি মোঃ নূরুল ইসলাম, পৌর নায়েবে আমীর আজিজুল হক মাসুক, সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সদর উপজেলা সেক্রেটারি সোলেমান চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি তোফায়েল আহমদ খাঁন বলেন, গোপালগঞ্জে এনসিপির পূর্ব নির্ধারিত প্রোগ্রামে অত্যন্ত নির্লজ্জভাবে আওয়ামী লীগ ও ছাত্রলীগ হামলা করেছে। তিনি অবিলম্বে হামলায় জড়িতদের বিরুদ্ধে ভূমিকা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
তিনি বলেন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, বিগত ষোলো বছরের সকল গুম, খুন ও দূর্নীতির বিচার, আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখে দিতে হবে। অন্যথায় জুলাই অভ্যুত্থানের চেতনায় স্বপ্নের বাংলাদেশ গঠন করা সম্ভব নয়।