বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সুনামগঞ্জ শিবিরের দোয়া মাহফিল

- আপডেট সময় : ০৩:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / 242
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় সুনামগঞ্জ সরকারি কলেজে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা।
মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) কলেজ ক্যাম্পাসের মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছাত্রনেতারা বলেন, “এই হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের জন্য আমরা আল্লাহর কাছে জান্নাতের দোয়া করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, “আমরা চাই, এমন দুর্ঘটনা আর না ঘটুক। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আরো দায়িত্বশীল ও সচেতন হতে হবে।”
উল্লেখ্য, উত্তরার ওই দুর্ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক প্রাণ হারান, যা গোটা দেশে শোকের ছায়া ফেলেছে।