ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে সুনামগঞ্জে শিবিরের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দারুলহুদা দাখিল মাদরাসায় ইনহাউজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পুরস্কার ও প্রেরণার আলোয় প্রজ্জ্বলিত শান্তিগঞ্জের শিক্ষা সম্মিলন বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সুনামগঞ্জ শিবিরের দোয়া মাহফিল জাতীয় সমাবেশ থেকে ফেরার পথে জামায়াত কর্মীর মৃত্যু : জেলা জামায়াতের শোক মধ্যনগরে যাত্রীবাহী নৌকা ডুবে বৃদ্ধার মৃত্যু এনসিপির উপর আওয়ামী হামলার প্রতিবাদে সুনামগঞ্জে জামায়াতের মিছিল-সমাবেশ বিশ্বম্ভরপুরে নামাজরত অবস্থায় ভাইয়ের হাতে ভাই খুন আসামি গ্রেফতার নামাজরত অবস্থায় ছোট ভাইকে খু’ন, গ্রেফতার বড় ভাই

সুনামগঞ্জে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম

মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে

এস এম মিজানুর রহমান
  • আপডেট সময় : ০৬:৫১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 69
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোকে ‘ফিটনেসবিহীন’ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “গত ১৫ বছরে শেখ হাসিনা সরকার একটি ভঙ্গুর ও অকার্যকর রাষ্ট্র তরুণ প্রজন্মের কাঁধে চাপিয়ে দিয়ে গেছে। এই ভেঙে পড়া রাষ্ট্রব্যবস্থাকে মেরামত করাই এখন সময়ের দাবি।”
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে জুমার নামাজ শেষে সুনামগঞ্জ সদর মডেল মসজিদের সামনে থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ারে ( ট্রাফিক পয়েন্ট) গিয়ে শেষ হয়।
নাহিদ ইসলাম বলেন, “এই রাষ্ট্রব্যবস্থা আর কোনো কল্পনা নয়—এটি একটি বাস্তব বিপর্যয়। প্রশাসন, নীতিনির্ধারণী প্রতিষ্ঠান ও আইনের কার্যকারিতা ধ্বংসপ্রাপ্ত। এই বাস্তবতা মেরামতের সংগ্রাম নিয়েই এনসিপি মাঠে নেমেছে। আমাদের লড়াই মুজিববাদ ও ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে। এই লড়াই শুরু হয়েছিল জুলাই-আগস্টের অভ্যুত্থানের পথ ধরে, এবং এখনো সেই পথেই আমরা আছি।”
তিনি আরও বলেন, “স্বপ্নের বাংলাদেশ এখনো আসেনি। তাই গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ার লড়াই অব্যাহত থাকবে।”
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক অনিক রায় ও এহতেশামুল হক, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক  সামান্তা শারমিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, সদস্যসচিব নাহিদা সারোয়ার নিপা এবং সুনামগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাজাউর রাজা সুমন।
সুনামগঞ্জ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “সুনামগঞ্জ কবি, শিল্পী ও মরমীদের শহর। এটি শান্তির প্রতীক। শিক্ষা ও স্বাস্থ্যখাতে সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জকে এগিয়ে নিতে হবে।”
এ সময় পদযাত্রায় অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান।
সভায় বক্তারা বলেন, “এনসিপির আন্দোলন স্মরণ, শ্রদ্ধা ও সংলাপের ভিত্তিতে গড়ে উঠছে। জনগণের সঙ্গে সরাসরি সংলাপের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের ভিত্তি তৈরি করবে এনসিপি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সুনামগঞ্জে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম

মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে

আপডেট সময় : ০৬:৫১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোকে ‘ফিটনেসবিহীন’ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “গত ১৫ বছরে শেখ হাসিনা সরকার একটি ভঙ্গুর ও অকার্যকর রাষ্ট্র তরুণ প্রজন্মের কাঁধে চাপিয়ে দিয়ে গেছে। এই ভেঙে পড়া রাষ্ট্রব্যবস্থাকে মেরামত করাই এখন সময়ের দাবি।”
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে জুমার নামাজ শেষে সুনামগঞ্জ সদর মডেল মসজিদের সামনে থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ারে ( ট্রাফিক পয়েন্ট) গিয়ে শেষ হয়।
নাহিদ ইসলাম বলেন, “এই রাষ্ট্রব্যবস্থা আর কোনো কল্পনা নয়—এটি একটি বাস্তব বিপর্যয়। প্রশাসন, নীতিনির্ধারণী প্রতিষ্ঠান ও আইনের কার্যকারিতা ধ্বংসপ্রাপ্ত। এই বাস্তবতা মেরামতের সংগ্রাম নিয়েই এনসিপি মাঠে নেমেছে। আমাদের লড়াই মুজিববাদ ও ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে। এই লড়াই শুরু হয়েছিল জুলাই-আগস্টের অভ্যুত্থানের পথ ধরে, এবং এখনো সেই পথেই আমরা আছি।”
তিনি আরও বলেন, “স্বপ্নের বাংলাদেশ এখনো আসেনি। তাই গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ার লড়াই অব্যাহত থাকবে।”
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক অনিক রায় ও এহতেশামুল হক, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক  সামান্তা শারমিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, সদস্যসচিব নাহিদা সারোয়ার নিপা এবং সুনামগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাজাউর রাজা সুমন।
সুনামগঞ্জ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “সুনামগঞ্জ কবি, শিল্পী ও মরমীদের শহর। এটি শান্তির প্রতীক। শিক্ষা ও স্বাস্থ্যখাতে সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জকে এগিয়ে নিতে হবে।”
এ সময় পদযাত্রায় অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান।
সভায় বক্তারা বলেন, “এনসিপির আন্দোলন স্মরণ, শ্রদ্ধা ও সংলাপের ভিত্তিতে গড়ে উঠছে। জনগণের সঙ্গে সরাসরি সংলাপের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের ভিত্তি তৈরি করবে এনসিপি।”