৩২ ভারতীয় গরু ও নৌকা জব্দ

- আপডেট সময় : ০২:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / 58
সুনামগঞ্জ সীমান্তে সক্রিয় চোরাচালান চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে ৩২টি ভারতীয় গরু ও একটি স্টিলবডি নৌকা জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
শনিবার (২ আগস্ট) ভোররাতে জেলার তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্তে এই যৌথ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর বিওপি সীমান্ত পিলার ১১৯২/৩-এস এলাকা থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের ভেতরে কচুয়াছড়া নামক স্থান থেকে একটি স্টিলবডি নৌকাসহ ১৮টি ভারতীয় গরু আটক করা হয়। জব্দকৃত গরু ও নৌকার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ ৪০ হাজার টাকা।
অন্যদিকে, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে সীমান্ত পিলার ১২৩০/এমপি’র কাছাকাছি, বাংলাদেশের ভেতরে প্রায় ২০০ গজ ভিতরে প্রবেশ করা অবস্থায় ১৪টি ভারতীয় গরু আটক করে বিজিবি। যার বাজারমূল্য প্রায় ৯ লক্ষ ৮০ হাজার টাকা।
২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আজকের অভিযানে জব্দকৃত ভারতীয় গরু ও নৌকা শুল্ক বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।