সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

- আপডেট সময় : ০৩:৫০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / 47
মাত্র একটি কথাকাটাকাটিকে কেন্দ্র করে থমকে গিয়েছিল সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থা। প্রায় ১৮ ঘণ্টার অচলাবস্থার পর প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পুনরায় সচল হয় জেলার সব রুটের যান চলাচল।
জানা গেছে, রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে বাসের হেল্পার ও চালকের ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডা হয়। মুহূর্তেই তা রূপ নেয় উত্তেজনাকর পরিস্থিতিতে। সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে রাতেই পরিবহন শ্রমিকরা সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন।
সোমবার (৪ আগস্ট) সকাল থেকে সিলেট-সুনামগঞ্জসহ জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সীমিত হয়ে আসে সিএনজি ও ছোট যানের সংখ্যা। ফলে সাধারণ মানুষ পড়েন চরম ভোগান্তিতে। বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি বৈঠকের আয়োজন করে প্রশাসন। এতে অংশ নেন পরিবহন মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিনিধিরা। বৈঠকে তিনটি মূল দাবির বিষয়ে আলোচনা হয় এবং প্রশাসনের আশ্বাসে পরিবহন শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নূরুল হক বলেন, তিন দফা দাবির প্রেক্ষিতে আমরা শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেছি। প্রশাসনের হস্তক্ষেপ এবং আশ্বাসে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল জানান,আমরা দুই পক্ষের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা করে সমঝোতায় পৌঁছেছি। শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি বাস বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে জেলার সকল সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।