হাওরের উন্নয়নে যুগান্তকারী টেকসই পরিকল্পনার প্রয়োজন- তোফায়েল আহমদ খান

- আপডেট সময় : ০৭:২৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / 125
সুনামগঞ্জ-১ আসনের( তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর,ধর্মপাশা) সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন, জনগণ যদি আস্থা ও দায়িত্ব অর্পণ করে, তবে হাওরাঞ্চলের সার্বিক উন্নয়নে যুগোপযোগী ও টেকসই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এর মধ্যে থাকবে বেড়িবাঁধ, সাবমার্সিবল সড়ক, ঝুঁকিপূর্ণ গ্রামে গার্ড ওয়াল নির্মাণসহ হাওরবাসীর জীবনমান উন্নয়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
শুক্রবার (১৫ আগস্ট) নিজ গ্রাম বড়দলের পুরানহাটি ও বাগবাড়ি এলাকায় নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, “বিগত দিনে যারা ক্ষমতায় থেকেছে, তারা কেবল নিজেদের উন্নয়নে ব্যস্ত থেকেছে। জনগণের ভাগ্য পরিবর্তনে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এখন সময় এসেছে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত মানুষের হাতে ক্ষমতা দেওয়ার।
দক্ষিণ বড়দল ইউপি জামায়াতের সেক্রেটারি মুজিবুর রহমানের সঞ্চালনায়, ইউনিয়ন সভাপতি ফজলুল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী মু. আব্দুল হাই, সমাজসেবক আহমদ মোছায়েল, শামসুল হক শাসছু সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা আগামী নির্বাচনে তোফায়েল আহমদ খানের প্রতি সমর্থন ও আস্থা প্রদানের আহ্বান জানান।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ দাঁড়ি পাল্লা জিন্দাবাদ