তাহিরপুরে ডা. মির্জা রিয়াদ হাসানের স্বেচ্ছাচারিতা ও অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ

- আপডেট সময় : ০৬:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / 193
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসানের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে আন্তঃউপজেলা অধিকার পরিষদের আয়োজনে এ মানববন্ধনে প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
আন্তঃউপজেলা অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক আফিন্দির সভাপতিত্বে এবং ফজলুল করিম সাঈদের (গভর্নিং বডি সভাপতি, তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা ও সাধারণ সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক-সুজন, সুনামগঞ্জ জেলা) পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, “ডা. মির্জা রিয়াদ হাসানের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। সাধারণ মানুষ চিকিৎসা বঞ্চিত হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, আন্তঃউপজেলা অধিকার পরিষদের সদস্য সচিব আফিকুল হক, উপজেলা সুজনের সভাপতি শফিকুল হক, তাহিরপুর সদর ইউপি বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য শামসুজ্জামান, হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক তুজজামুল হক নাসরুম, অধিকার পরিষদের সদস্য সামরুল ইসলাম, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, যুব নেতা শাহজাহান মিয়া, সদর ইউপি আহ্বায়ক কমিটির সদস্য সাজিদুল হক, তাহিরপুর কল্যাণ সমিতির সভাপতি মোসায়েল আহমদ, যুব নেতা তানিম আহমদ লিংকন, মৎস্যজীবী দলের নেতা সহ আরও অনেকে।
বক্তারা অবিলম্বে স্বেচ্ছাচারী কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসানকে অপসারণের জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “স্বাস্থ্যখাতের অনিয়মের বিরুদ্ধে এই আন্দোলন থেমে থাকবে না, প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।